মহান দার্শনিক শিহাব শাহরিয়ার বলে: ‘চিরকুমার ছিলাম, চিরকুমার আছি, চিরকুমার থাকবো।’ ভার্সিটিতে পড়াতে গিয়ে ক্লাসের সেরা সুন্দরী মেহজাবিনের কাছে মুরগি হলো সে। ফলে তার দর্শর খানিকটা গেল পাল্টে: ‘চিরকুমার ছিলাম, চিরকুমার আছি, চিরকুমার থাকবো না।’ বুয়েটের ব্যাকবেঞ্চার তাওফিক এলাহী শিহাবের বন্ধু হিসেবে আঁতেল টা্ইপের। মুরগি হয়েছে বাটপার সাজ্জাদ হুসাইনের কাছে। এছাড়াও নানাজন নানাভাবে এখানে সেখানে মুরগি হচ্ছে। কর্পোরেট জগতে একে অপরকে ল্যাঙ মারতে গিয়ে কেউ কেউ বসের কাছে মুরগি। অথরিটি আবার মিডিয়ার কাছে মুরগি। ইত্যাদি বিচিত্র পসরায় সাজানো এক সরস গল্প: মুরগি ধরার সময়।