১৯৮৬ সালের কথা; সদ্য কৈশোরে পা রাখা এডি আর তার বন্ধুরা বাইকে চড়ে চষে বেড়াচ্ছে অ্যাডভেঞ্চারের সন্ধানে। চক ম্যান তাদের গোপন সংকেত, একে অন্যের কাছে লুকানো বার্তা পৌঁছে দেয়ার মাধ্যম। কিন্তু এক সকালে চক ম্যান তাদের নিয়ে যায় জঙ্গলে, এক কিশোরীর মৃতদেহের কাছে।
২০১৬ সাল, মদ্যপানের অভ্যাসে টালমাটাল আর নিজের অতীতকে দূরে সরিয়ে রাখতে ব্যস্ত এডি, হঠাৎ চক ম্যান সম্বলিত চিঠি পেল; যেমনটা পেয়েছিল ওরা লাশটা খুঁজে পাওয়ার দিনে। শীঘ্রই জানতে পারল ওর বাকি বন্ধুরাও পেয়েছে একই বার্তা; তাদের একজনের মৃত্যু হলেই কেবল এডি উপলব্ধি করে নিজেকে বাঁচাতে হলে অতীতের সেই রহস্যভেদ করতে হবে। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ; কারণ এই শহরে, সবাই কিছু না কিছু লুকাচ্ছে, কেউই নিরপরাধ নয়, আর কেউ কেউ সত্যকে চাপা দিতে যে কোনও কিছু করতে রাজি।
দ্য চক ম্যান এক রোমাঞ্চকর মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে ছোটবেলার নিছক এক খেলা ধারণ করে বিপজ্জনক রূপ; আর পাঠককে ধন্দে রাখে তার অন্তিম মুহূর্ত