একটা ভিন্নধর্মী ভ্রমণ কাহিনী। মূলত: আগ্রা, দিল্লী ও কোলকাতা নিয়ে আবর্তিত হয়েছে এই ভ্রমণ কাহিনী। এতে উঠে এসেছে আগ্রা দিল্লী ও কোলকাতার প্রাচীন ইতিহাস, মধ্য ও আধুনিক যুগের ইতিহাস, স্থাপনা, মিথ এবং ভারতীয় উপমহাদেশে স্থানগুলাের ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক গুরুত্ব। আগ্রা ও দিল্লীর ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই গুরুত্ব পেয়েছে মুঘল আমল ও তাদের স্থাপনা সমূহ যেমন আগ্রা কিল্লা লাল কিল্লা, তাজমহল। মুগল সম্রাটদের মধ্যে আবার অধিক গুরুত্ব পেয়েছে সম্রাট শাহজাহান। প্রাচীন যুগের উগ্রসেনের বাউলী, মধ্যযুগের কুতুবমিনার, মুগল আমলের যন্ত্রর মন্ত্রর, ইংরেজ আমলের ইন্ডিয়াগেট, প্রেসিডেন্ট ভবন, আধুনিক যুগের লােটাস টেম্পলও বাদ পড়েনি। কোলকাতার পত্তন, ইতিহাস, স্থাপনা ও ব্রিটিশ ভারতে এর গুরুত্বও জায়গা করে নিয়েছে। ঠাকুরবাড়ী, ভিক্টোরিয়া মেমােরিয়াল, হাওড়া ব্রীজ, কোলকাতা বিশ্ববিদ্যালয়, ইডেন গার্ডেন, সাইন্স সিটিসহ আরাে অনেক প্রাসংগিক বিষয় নিয়ে আলােচনা করা হয়েছে। তবে অবধারিতভাবে গুরুত্ব পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। এ সকল বিষয় আলােচনা করতে গিয়ে বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য, পৌরাণিক কাহিনী, বিজ্ঞান ইত্যাদি প্রাসংগিক বিষয়ও উঠে এসেছে।