ঘটনাটি ঘটেছে সুদূর আমেরিকায়, দায় চেপেছে বাংলাদেশের এক ছাত্রের ঘাড়ে।
সেই ঘটনায় বিচিত্রভাবে জড়িয়ে পড়লো তন্ময়।
কথা হচ্ছে, সাত সমুদ্র তেরো নদীর ওপারে ঘটে যাওয়া একটা হত্যা রহস্যের কিনারা করার পথটা কী?
শুরু থেকেই একের পর এক হেঁয়ালির মুখে পড়ে রীতিমতো জেরবার তন্ময়। হত্যারহস্য মীমাংসা তো পরের কথা, আপাতত যেসব রহস্যজনক ঘটনার মুখোমুখি হচ্ছে, তাতেই সে হাবুডুবু; সমীকরণ মেলাতে হিমসিম।
এর আগে কখনো কী এমন বিচিত্র সমস্যা মোকাবিলা করতে হয়েছে তন্ময়কে?
হাজার মাইল দূরে বসে বহু আগে ঘটে যাওয়া একটা রহস্যময় হত্যার মীমাংসা করা কী আদৌ সম্ভব? হত্যাকারীকে ধরার উপায়ই বা কী?
ক্রাইম রিপোর্টার তন্ময় চৌধুরী আবারো ফিরে এসেছে ঘটনার ভেতরের গল্পটা উন্মোচন করতে। সাথে আছে আমিনুল। আসুন, তন্ময়ের সঙ্গী হয়ে জেনে নেই ঘটনার আদ্যোপান্ত। তন্ময় চৌধুরীকে নিয়ে গোলাম কিবরিয়ার আরেকটি জমজমাট মার্ডার মিস্ট্রি “ফাঁদ”।