১৯৭১-এ বাঙালি জাতির মুক্তির ক্রান্তিলগ্নে এ জাতি, এ ভূখ- ও তার নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয় ভূখ- পেরিয়ে, দেশ পেরিয়ে বিশ্বম-লে ছড়িয়ে পড়েছিল। এ অঞ্চলের, এ জাতির যে-কোনো সংকট ও সম্ভাবনা বিশ্ববাসীকে নাড়া দিচ্ছিল। বাংলাদেশের জন্মের সূচনালগ্নে পাকিস্তানি সামরিক শাসক ইয়াহিয়া খান কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেফতার একইভাবে বিশ্বজনমতকে নাড়া দিয়েছিল। তাঁর অস্তিত্বের সংকট বিশ্ববাসীকে উদ্বিগ্ন-উদ্বেলিত করেছিল। বঙ্গবন্ধুর গ্রেফতার, বিচার প্রহসনের মাধ্যমে তাঁর প্রাণনাশের আশঙ্কায় বিশ্বনেতৃবৃন্দ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এ প্রতিক্রিয়াসমূহ এ গ্রন্থে সন্নিবেশিত হয়েছে।