আর্ন্তজাতিক পরিবেশ বিষয়ক একটা সম্মেলনে যোগ দিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনসাসায় যাচ্ছেন কোর্টনি দম্পত্তি। উদ্দেশ্য বিলুপ্তপ্রায় পাহাড়ি গড়িলা রক্ষায় জনমত সৃষ্টি করা। সাথে নিয়ে যাচ্ছেন ছেলে জ্যাক কোর্টনি আর তার স্কুল ফ্রেন্ড অ্যামেলিয়া আর জেন্ডারকে। কঙ্গোয় একটা সংরক্ষিত বনে বেড়াতে গিয়ে ঘটে গেলো এক ভয়ংকর দুর্ঘটনা। জ্যাকের চাচাত ভাই কালেবের ভুলে খুন হয়ে গেলো তাদের গাইড। কালেব আর তাঁর বাবা কঙ্গোয় অবৈধ মাইনিং আর মূল্যবান খনিজ সম্পদ পাচারের সাথে জড়িত। কোনমতে জান নিয়ে রাজধানী ফিরে জ্যাক দেখতে পেলো অপহৃত হয়ে গেছে তার বাবা মা! কি করবে সে এখন? সন্দেহ গিয়ে পড়ল চাচা কালেবের উপর। তার আচরনও তাই বলছে। প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে চলেছেন তিনি। বন্ধুদের নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে সে চলল কঙ্গোর পূর্বাঞ্চলের দিকে। জায়গাটা সশস্ত্র বিদ্রোহী মিলিশিয়াদের অভয়ারন্য। আফ্রিকার জঙ্গলে কেবল বাঘ, সিংহ, জলহস্তি আর পাহাড়ী গড়িলাই নেই; রয়েছে বনদস্যু, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আর বন্যপ্রানী চোরাকারবারি। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছে গেলোও তারা। কিন্তু মা বাবাকে উদ্ধার করকে কি তারা নিজেরাই বন্ধি হয়ে গছে ভয়ংকর কিছু মানুষের হাতে!!! ওদিকে দ্রুত ফুরিয়ে যাচ্ছে সময়।