শাকির দেওয়ানের সহজিয়া ভাবগান বাংলাদেশের ঐতিহ্যবাহী গীতবাণীর অসামান্য একটি সংকলন। এই সংকলনটি মূলত দেওয়ান বাড়ির সুদীর্ঘকালের সাংগীতিক ঐতিহ্যেরই পরম্পরাগত প্রসুন।
বাংলাদেশের সাংগীতিক ঐতিহ্যের ধারায় এতে প্রার্থনা, দেহতত্ত্ব, মনশিক্ষা, আত্মউপলব্ধি, শিক্ষামূলক, মাতৃবন্দনা, প্রেমতত্ত্ব, ইসলামি গান, বিচ্ছেদ, যুগযন্ত্রণা পর্বের গান অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়া, এই সংকলনের বিবিধ পর্যায়ে আরও কয়েকটি পর্বের গান খুঁজে পাওয়া যাবে,যেমন-তত্ত্বগান, বারােমাসিগান, শ্যামাসংগীত, প্রবাসী শ্রমিকদের নিয়ে গান, পরিবর্তিত সময়ের গান, বাবাকে নিয়ে গান, নারীর পরিচয় বিষয়ক গান, ব্যক্তিগত বন্ধুদের নিয়ে গান, বাউল বিষয়ক গান, সম্প্রীতির গান, নিত্যলীলা প্রভৃতি পর্যায়ের গান অন্তর্ভুক্ত হয়েছে।
সহজিয়া ভাবগানের সংকলনভুক্ত গানের ভেতর মানবলীলার বিচিত্রতা যেমন প্রত্যক্ষ করা যাবে তেমনি নতুনকালের নবতর জীবন জিজ্ঞাসা ও পর্যবেক্ষণ খুঁজে পাওয়া যাবে।