ক্ষ্যাপাটে এক সিরিয়াল কিলারের আগমন হয়েছে লস এঞ্জেলসে। একের পর এক খুন করে যাচ্ছে সে। আর প্রতিটা লাশের সাথে রেখে যাচ্ছে অদ্ভূত সব সূত্র। যেখানে প্রতিটা সূত্র তার পরবর্তী খুনের বার্তা। তদন্ত করতে প্রেক্ষাপটে আবির্ভাব হয় এল এর। শতাব্দীর শ্রেষ্ঠতম গোয়েন্দা হিসেবে পুরো বিশ্বে পরিচিত সে। নিজের তদন্ত করা রহস্যগুলোর চেয়েও রহস্যময় এই এল। জনসম্মুখে কখনো নিজের চেহারা পর্যন্ত দেখায়নি সে কোনদিন। তদন্তের কাজে সাহায্য চাইতে এফবিআই এজেন্ট নাওমি মিসোরা’র দ্বারস্থ হল সে। কী চায় এই খুনী? কেন এই একের পর এক রক্তের গঙ্গা বইয়ে দেয়া? ওদিকে নাওমির সাথে যেচে পড়ে তদন্ত করতে চাইছে অদ্ভূত এক ছেলে। নিজেকে পরিচয় দিচ্ছে সে রিয়্যুজাকি হিসেবে। কে এই রিয়্যুজাকি? একদিকে একের পর এক লাশ, অন্যদিকে খুনীকে ধরবার জেদ। এল আর খুনীর মাঝের এই গ্যাঁড়াকলে বলির পাঠা কি তবে নাওমি মিসোরা? বিখ্যাত মাঙ্গা এবং এনিমে সিরিজ ডেথ নোটের এই স্পিন অফ লাইট নভেল পাঠককে আবারও যাবে বিশ্বের সেরা গোয়েন্দা এল এর এক শ্বাসরুদ্ধকর জগতে।