“চোখে দেখা ৭১ (দ্বিতীয় পর্ব)” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
মুক্তিযুদ্ধের সময়ে অমানবিক ঘটনাগুলাে মানুষকে এখনাে তাড়িয়ে বেড়ায়। পােড়া চিহ্নগুলাে এখনও কারাে কারাে মনে ভয়ংকর বিষাদগাথা রূপে গচ্ছিত আছে। সেখান থেকে বিষবাষ্প ছড়িয়ে পড়ে। একটি জাতিকে নিশ্চিন্ন করার এক হত্যাযজ্ঞ গােটা পৃথিবীকে অবাক করে দেয়। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডকে মুক্ত করার লড়াই হয়। সেই লড়াই প্রচুর মানুষ শহীদ হন, নির্যাতিত হন। প্রত্যক্ষদর্শী মানুষগুলাে এই চিত্রগুলাে দেখে দেখে মনের মধ্যে এক মানবিক প্রচ্ছন্নতার ক্যানভাস তৈরি করেন। তেমনি কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে কত শত অজানা ঘটনা, দৃশ্য উঠে আসে, তা-ই নিয়ে এই বইয়ের আয়ােজন। তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযােদ্ধা, কেউ মুক্তিযুদ্ধকে দেখেছেন দূর থেকে, কেউ কাছ থেকে উপলব্ধি করেছেন ভয়াবহ এক অমানবিক পৃথিবীকে। এই বইয়ের বিশেষত্ব হলাে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার প্রাক-প্রস্তুতি নিয়ে যে সমস্ত কথা হতে পারে তার সংকলন। আশা করছি এই বই পাঠে কিছু নতুন তথ্য ও কিছু সাহসী মানুষের গল্প পাবেন।