টেবিল থেকে চোখ তুললেন। চারপাশে মাস্ক ও মুখোশ। কারো চোখ কালো—কাপড়ে বাঁধা, গোলাগুলির আওয়াজ, ক্রসফায়ারের শব্দ। বোমার ধোঁয়ায় আচ্ছন্ন পৃথিবী ও আকাশ। আতঙ্কিত, উদভ্রান্ত মানুষেরা পালাচ্ছে দিগ্বিদিক। প্রতিনিয়তই ভেসে আসছে শয়তানের উচ্চকিত অট্টহাসি। লালরক্ত গড়িয়ে নামছে শিশুদের গণ্ডদেশ বেয়ে। অজান্তেই কবির কলম ভিজে আসে। না ফিরেও বুঝতে পারেন আগত উর্দীর কালোছায়ার উপস্থিতি। বন্দুকের শীতল স্পর্শ অনুভূত হয়। সহসা সক্রোধে কবি উঠে দাঁড়ান। ঘুরে দাঁড়ান সেই অশুভ অন্ধকার শক্তি ও সময়ের মুখোমুখি। কাব্যগ্রন্থের কবিতাগুলো এ—রকম সময়কেই ধারণ করে আছে।