সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অর্থ-সম্পদ মানবজীবনে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সম্পদ প্রাপ্তির আশায় মানুষ যে অসুস্থ প্রতিযোগিতায় নামে তাতে জনজীবনে তৈরি হয় নানাবিধ জটিলতা, কখনও কখনও সম্পর্কও তুচ্ছ হয়ে যায় অর্থের কাছে, সম্পদের কাছে। জমিজমার ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ সৃষ্টি হয় আপন রক্তের সাথে। এক শ্রেণি জিতে যায় চতুরতা করে, অন্য শ্রেণি ঠকে যায় আবেগে-ভালোবেসে। নিজের সবটা উজার করে দিয়েও সম্পর্ক আগলে রাখতে না পারার কষ্টে দিনশেষে হতাশায় ডুবে মরে সম্পর্ক হাতড়ে বেড়ানো মানুষগুলো ভেতরে ভেতরে হয়ে যায় একা। আমাদের সমাজে শুধুমাত্র ধন-সম্পত্তি এবং স্বার্থের হিসাবে বলি হয় অসংখ্য সম্পর্ক, ছিন্ন হয় পারিবারিক বন্ধন। “নিশ্বাসে বিষ” তেমনই এক পরিবারের গল্প।