আপনার জীবনের কথাগুলোই মনে হবে ভালোবাসা আর শ্রদ্ধার পাশাপাশি সাহসের সাথে তুলে ধরা হয়েছে। কবি বরাবরই চেষ্টা করেন নিজের চোখে অন্যদের জীবনকে দেখতে; তারই সূত্রতায় আমাদের চারপাশের ক্ষয়ে যাওয়া ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়েছে শাব্দিক-কাব্যিকগ্রন্থ ‘ছাই’-এ। প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা চেষ্টা করেছে ‘ছাই’ প্রকাশের মধ্য দিয়ে অতিতের প্রকাশিত ৫ শতাধিক গ্রন্থের মত অবিরত আরো একটি অনন্যগ্রন্থ পাঠকের হাতে তুলে দিতে…