“লীলাবতী কাহন” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
পৃথিবীর নাকি অসুখ করেছে!
লীলাবতী- বাবার আদরের নাম। শৈশব কৈশাের আর জীবনের অফুরন্ত সময় কাটিয়ে। ২০২০ সালের শুরুতে করােনার করাল গ্রাসে স্তম্ভিত করেছে আপন পৃথিবীকে । মৃত্যুর মিছিল বেড়ে যেন দিন দিন শােক আর বিষন্নতা ঘিরে কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবন চলার পথ । শুন্যতার প্রশান্তি এনে দেয়- নীলপাখি। অনলাইন সাহিত্য চর্চায় দৈনন্দিন কথােপকথন, কথামালা, গল্প আর কবিতার। ভাষায় ফুটে উঠেছে হৃদয়ের শব্দাবলী। এপ্রিল’২০ থেকে ফেব্রুয়ারী’২১ একরাশ সাহিত্যের গুচ্ছমালা নিয়েই এবারের সংকলন- লীলাবতী কাহন। পৃথিবী ফিরে আসুক তার আপন মহিমায় -এ প্রত্যাশায়।