রমাদানকে মুমিনের ‘অতিথি’ হিসেবে আল্লাহ সুবাহানাহুতায়ালা প্রেরণ করেছেন । অতিথি যেমনি মেজবানের গৃহে উপহার সামগ্রীসহ হাজির হন, তেমনি আমাদের মহান রব পবিত্র কুরআনকে রমাদানে গিফট হিসেবে প্রেরণ করেছেন । যেই রমাদান আমাদের নিকট ’আসমানি মেহমান` তাঁর জন্য উত্তম প্রস্তুতি না থাকলে মূলতঃ আমরাই দুর্ভাগা । সময় এখনই যত পারি লুফে নেই পরপারের পূণ্য, জিতে যাই কবরে এবং আসর গড়ি রবের আরশের ছায়ায়। বাজারে রমাদান সম্পর্কিত বিজ্ঞজন ও কলম বন্ধুদের অসংখ্য বই রয়েছে, তদোপরি কয়েকটি টপিক সহজ করে একটু ভিন্নভাবে সংক্ষিপ্ত পরিসরে ভবিষ্যৎ রমাদানগুলো নতুন অনুভূতি নিয়ে উদ্যাপনে ’ওয়েলকাম রমাদান, জয়ফুল রমাদান‘ নামে ছোট্ট বই আকারে উপস্থাপন করেছি ।