অতি চেনাজানা স্থানের অনেক তথ্যও অজানা থেকে যায়। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা পৃথিবীর প্রাচীনতম মহাদেশ। ইউরোপ আমাদের প্রতিবেশী মহাদেশ। ইউরোপের দেশ ব্রিটেন আমাদেরকে দু’শ বছর শাসন করে। তখন এ দেশের আনাচে-কানাচে দেখা যেতো ইউরোপের লোকজন। আমাদের দেশের মানুষের কাছেও বিদেশ বলতে ইউরোপকে বুঝাতো। তাই মনে হতে পারে আমরা ইউরোপ সম্পর্কে সবকিছুই জানি।
চেনা অচেনা ইউরোপ মহাদেশ বইটি পড়লে দেখা যাবে আমাদের জানায় অনেক ঘাটতি রয়েছে। লেখক রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক ছিলেন। তিনি ইউরোপ মহাদেশের রাজনীতি পড়েছেন এবং পড়িয়েছেন। তিনি ইউরোপ মহাদেশের ১৫টি দেশ সফর করেন। তার অধ্যয়ন, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার আলোকে তিনি গ্রন্থটিতে ইউরোপ মহাদেশের ৫০টি রাষ্ট্র, ৫১টি বহিঃভূখণ্ড এবং ৬টি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের অনেক খুঁটিনাটি তুলে ধরেছেন।