“অমিয়’র একদিন” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বাংলাদেশ থেকে অনেক দূরে। ভুগোলোকের একেবারে উলটোদিকে,
বছরের চারমাস বরফে ঢেকে থাকে যে দেশ হিমহিমে ঠাণ্ডার সেই দেশে
ছোট্ট এক শহরে থাকে নয় বছরের একটা ছেলে।
ছেলেটা বাঙালি, নাম তার অমিয়।
অমিয়’র দিনগুলো সব ঘড়ির কাঁটায় বাঁধা। ঘুম থেকে ওঠো রে, দাঁত ব্রাশ করো রে, তারপর মা’র দেয়া ইয়াক ইয়াক সব নাস্তা কোনমতে মুখে ঠেসে হলদে একটা বাসে চেপে দাও ছুট। বাস যায় কোথায়? কোথায় আবার, স্কুলে! বাড়ি ফিরে আবারও সেই ইয়াক ইয়াক নাস্তা, ইয়াক ইয়াক সব রাতের খাবার। এরই ফাঁকে একটু টিভি, লেগো নিয়ে খেলা করা খানিকটা সময়, মাঝে, মাঝে কমিকবুক, টিনটিন কিংবা অ্যাস্টেরিক্স অমিয়র দিনগুলো ভারি একঘেয়ে। একদিন সবকিছু কেমন করে যেন অন্যরকম হয়ে গেলো।
একটা চোর, চোরের স্যাঙাৎ, একজন পুলিশ অফিসার, গা ছমছমে একটা জংগল, আর? আর পুলপু।
ওহ সে কী অ্যাডভেঞ্চার!