বৈশ্বিক উদারবাদী অর্থনীতি এবং রাজনীতি নানা ধরনের চাতুরী ও কূটকৌশলে স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করে। যার অনিবার্য প্রভাবে আক্রান্ত ব্যক্তি ও জনজীবন। মিলু শামস-এর গল্পে এই আক্রান্ত জীবন নানাভাবে বিম্বিত । এ বইয়ে স্থান পাওয়া আটটি গল্প দৈর্ঘ্যে খুব বড় হলেও তাতে প্রতিফলিত জীবন ব্যাপ্তি ও পরিসরে দীর্ঘ।