শীতের দিনরাত্রি

৳ 200.00

লেখক খালেদা এদিব চৌধুরী
প্রকাশক আগামী প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9789840424795
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৬৪
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

কিশোরদের জন্য আটটি গল্প নিয়ে এই বই। আট গল্পে আটটি ভিন্ন বিষয়। শীতঋতুর পক্ষপাত, বর্ষার বৃষ্টি কিংবা একজন নিতুর চোখে জল, পিয়ানো ঘড়ি, অ্যাকুরিয়াম, স্বপ্নের শাদা পরি কিংবা খয়েরি ডানার পাখি-এইসব নিয়ে কিশোর বয়সের ভালোবাসা কৌতূহল সব যেন একটা চেনা স্রোতে এসে মিশেছে। এই স্রোতে সকল সময়ের কিশোরাই অবগাহন করে সুখ পায়। প্রতিটি কিশোরকালে যেমন একটা নিজস্ব ভুবন থাকে, একটা পরিধি থাকে, একটা ব্যক্তিত্ব সময় থাকে-এই আটটি গল্পে তেমন ভুবন, পরিধি আর সময়কে ধারণ করেছে। কিশোরদের পাতে তুলে দেয়ার জন্য আট গল্পের এই অষ্টব্যঞ্জন নিঃসন্দেহে সুস্বাদু হবে। আট গল্পে আটরকমের অনুভূতি দিয়ে গড়া এই বই যেন কিশোরদেরই অভিজ্ঞান।

ষাটের দশকের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী খালেদা এদিব চৌধুরী। সাহিত্যকর্মের অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়াও কবিতালাপ সাহিত্য পুরস্কার, (১৯৮৮) আলাওল সাহিত্য পুরস্কার, (১৯৮৯), কবি। জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার, (১৯৮৯), বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার, (১৯৯১), সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন তিনি।
খালেদা এদিব চৌধুরী ১৯৩৯ সালের ৩রা জুলাই জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলার পয়ালগাছা গ্রামের জমিদার চৌধুরী পরিবারে। তার পিতার নাম আনােয়ারুল হক। ১৯৫৮ সালে তিনি টাঙ্গাইলের কুমুদিনী কলেজ থেকে স্নাতক, পরে শিক্ষায় স্নাতক লাভ করেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ থেকে এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলাভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। প্রথম জীবনে তিনি। শিক্ষকতা করেন এবং পরবর্তী সময়ে সাংবাদিকতা পেশায় যােগ দেন। একটা সময় এসে তিনি তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন এবং তথ্য মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘকাল সম্পাদনা করেন কিশাের পত্রিকা নবারুন'। এছাড়াও তিনি মননশীল সাহিত্য পত্রিকা। ‘অতলান্তিক’ সম্পাদনা করেন। ১৯৭৩ সালে তাঁর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়। কবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্যসহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪৩টি। মৃত্যু ২৮ মে ২০০৮।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ