মুক্তিযুদ্ধ সমগ্র

৳ 600.00

লেখক হুমায়ুন আজাদ
প্রকাশক আগামী প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9789840426515
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৪৪
সংস্কার 1st Published, 2021
দেশ বাংলাদেশ

মুক্তিযুদ্ধ নিয়ে আবেগী আটপৌরে কথায় যিনি নিয়ন্ত্রিত নন, তিনি হুমায়ুন আজাদ। তার লেখা গল্প, প্রবন্ধ, উপন্যাস, কবিতায় মুক্তিযুদ্ধ নানা প্রকরণে হাজির থেকেছে। গড্ডলিকা উচ্ছ্বাসে কিংবা বাজারচলতি চেতনায় তিনি প্রেমান্ধ নন। মুক্তিযুদ্ধ থেকে তিনি যেমন প্রশ্ন নিয়েছেন তেমনি নানা প্রশ্নের আলোকে মুক্তিযুদ্ধকে ব্যবচ্ছেদ করেছেন। মুক্তিযোদ্ধার কাছে ক্ষমাপ্রার্থনা, পাকিস্তান-ব্যাধি, রাজাকারদের সমর, বাংলা ভাষার শত্রু, পাকিস্তানবাদী সাহিত্যতত্ত্ব প্রভৃতি বিষয়ে অনেক জোরালো নির্মোহ বক্তব্য আছে। তার এসব লেখা এতটাই তীব্র আর লক্ষ্যভেদী, যে, তাকে নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করতে হয়েছে। সুন্দর একটা বাংলাদেশ প্রাপ্তির আশায় তার লেখা জীবদ্দশায় যেমন ছিল প্রয়োজনীয় এবং জনপ্রিয়, তার মৃত্যুর মধ্য দিয়ে সেটা যেন এখনো সমানভাবে বহমান। কবি ও কথাশিল্পী হিসেবে মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের জন্য অনেকদূর নিয়ে যাওয়ার স্বপ্নে তিনি একজন আদর্শ অগ্রণী ব্যক্তিত্ব।

প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে ব্যক্তিগত অভীষ্ট এবং রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস দ্বারা প্রভাবিত হওয়ার মাধ্যমে ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কারের বিরুদ্ধে কলম তুলে নিয়ে বিশেষভাবে আলোচিত-সমালোচিত হয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আজাদ। প্রথাবিরোধী এবং বহুমাত্রিক এই লেখক একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সমালোচক, গবেষক, রাজনৈতিক ভাষ্যকার, ভাষাবিজ্ঞানী এবং অধ্যাপক। বাবা-মায়ের বড় সন্তান হুমায়ুন আজাদ ১৯৪৭ সালের ২৮ এপ্রিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোর কাটে রাঢ়িখাল গ্রামে, যার কথা পরবর্তীতে তাঁর বিভিন্ন সাহিত্যকর্মে উঠে এসেছে। ম্যাট্রিকুলেশন ও উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। এখান থেকেই তিনি বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। হুমায়ুন আজাদ এর বই সমূহ নারীবাদকে তুলে ধরেছে ও ধর্মীয় মৌলবাদের প্রবল বিরোধিতা করেছে, যার ফলে তিনি একশ্রেণীর মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। হুমায়ুন আজাদ এর বই এর মধ্যে 'পাক সার জমিন সাদ বাদ', 'সব কিছু ভেঙে পড়ে', 'ছাপ্পান্নো হাজার বর্গমাইল' ইত্যাদি উপন্যাস ও 'অলৌকিক স্টিমার', 'জ্বলো চিতাবাঘ', 'কাফনে মোড়া অশ্রুবিন্দু' ইত্যাদি কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। হুমায়ুন আজাদ এর বই সমগ্র এর মধ্যে 'নারী' প্রবন্ধটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা একসময় নিষিদ্ধ হয়েছিল এই দেশে। প্রতিভাবান এই সাহিত্যিক ২০০৪ সালের ১১ আগস্ট মৃত্যুবরণ করেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 'বাংলা একাডেমি পুরস্কার', 'একুশে পদক' সহ আরো অনেক পুরস্কারে ভূষিত হন হুমায়ুন আজাদ।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ