পুরোনো প্রেমের সন্ধানে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফুয়াদের মনে পড়ে ওয়ান-ইলেভেনের পরাক্রমশালী শাসনের কথা। বিএনপির শাসন, আওয়ামী লীগের আন্দোলন, বাস পুড়িয়ে মানুষ হত্যার স্মৃতি ভেসে আসে। এরপর অরাজনৈতিক, সেনাশাসিত শাসন শুরু হয় দেশে। অবরুদ্ধ রাজনৈতিক নেতা, ব্যবসায়ীরা। এক ব্যবসায়ীকে উদ্ধারের অ্যাসাইনমেন্ট পায় ফুয়াদ। তার সঙ্গী লাস্যময়ী লিসা। রাজনৈতিক ঘনঘটার সেই সময়ে ভয় পেয়ে যায় ফুয়াদ। কখনো একা হয়ে যায় সে। কখনো সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে যায়। সেই ঝঞ্ঝা-বিক্ষুব্ধ অন্তঃসারশূন্য সময় তাড়া করে ফেরে ফুয়াদের বর্তমানকেও। এক টানে পড়ে ফেলার মতো উপন্যাসটি পাঠককে জীবনবোধের নতুন স্বাদ জোগাবে।