বেন্নূরের লেখা পড়লে মনেই হয় না পড়ছি, মনে হয় দেখছি, আর শুনছি মিষ্টিমধুর ধারা বর্ণনা। শব্দের জাদু, রসের প্রলেপ, বক্তব্যের গভীরতা, দৃষ্টির প্রখরতায় জীবন্ত হয়ে যেন ফুটে উঠছে এক একটি নগর, সভ্যতা- এক একটি জীবন। এবারের ভ্রমণকাহিনি “অষ্টবর্ণা অস্ট্রেলিয়া” তার শিখরস্পর্শী নমুনা। অস্ট্রেলিয়ার আটটি অঞ্চলের ভিন্নতর নৈসর্গিক শোভা, বিচিত্র সভ্যতা আর তার সাথে মিল রেখে বিকশিত মানব শিল্পশৈলীর আটটি স্বকীয় বৈশিষ্ট্য প্রস্ফুটিত হয়েছে “অষ্টবর্ণা অস্ট্রেলিয়া”য় আটটি ভিন্ন ভিন্ন রঙ যেন লেখক খুঁজে পেয়েছেন এই আটটি অঞ্চলে। ভিন্ন মাধুর্যের প্রতিটি বর্ণনার সাথে তাল মিলিয়ে তুলে ধরা হয়েছে বাংলার এক একটি রূপ, এক একটি ছন্দ। ভ্রমণের সঙ্গে রঙ, রূপ, ছন্দ ও কবিতার মেলবন্ধন- এ এক অভিনব চিত্তাকর্ষক উপস্থাপনা। আবুবকর সিদ্দিক মহাপরিচালক গণগ্রন্থাগার অধিদপ্তর