আল্লামা ইকবালের কথায়Ñ কাব্যিক প্রেরণা যে জ্ঞানের আলো দান করে, তার প্রকৃতি একান্তই ব্যক্তিগত আর এই জ্ঞান রূপক, অস্পষ্ট, অনির্দিষ্ট। মহান কবি ইকবালের কথা অনেকটাই এই কবিতাগুলিতে প্রতিফলিত হয়েছে। এ কবিতাগুলির কোনো একটিও যদি কারও মন ছুঁয়ে যায়, তবে সেই পাঠক-পাঠিকার জ্ঞান ও রুচির কারণেই হবে। সেসব পাঠক এবং সমালোচকের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা।