“ভাষা আন্দোলন-মুক্তিযুদ্ধ-বাংলাদেশ” বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ
বাঙালি ও বাংলাদেশের ইতিহাস হলাে এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি উল্লেখযােগ্য গুরুত্বপূর্ণ বিষয় ও পর্বের সমষ্টিগত রক্তক্ষয়ী সংগ্রাম ও বিজয়ের ইতিহাস। প্রথমেই আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রাপ্তির আন্দোলন। দ্বিতীয়ত বাঙালির স্বাধীকার তথা স্বায়ত্ত্বশাসনের আন্দোলন। তৃতীয়ত ও সর্বোপরি স্বাধীন বাংলাদেশের জন্ম ও এর মুক্তির জন্য ৭১ এর মুক্তিযুদ্ধ। এসবই অবিচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের গৌরবােজ্জ্বল বিজয় ও সফল পরিণতি, বাংলাদেশ প্রতিষ্ঠার ঐতিহাসিক উপাদান। এ সকল উপাদান ও পর্বে বিভিন্ন সময়ে আপামর বাঙালি জনগণকে সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন অনেক শ্রদ্ধেয় দেশপ্রেমিক নেতৃবৃন্দ। এসব মহান ব্যক্তিত্বদের মাঝে যিনি পুরােধা ও অবিসংবাদিত নেতা হিসেবে বাঙালিদের জীবনে ও বিশ্বে স্থান করে নিয়েছেন তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই যথার্থই বলা হয়ে থাকে বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিব অবিচ্ছিন্ন সত্ত্বা। নিজের কর্মগুণে, নেতৃত্বের দক্ষতা, সক্ষমতা ও বিচক্ষণতায় তিনি বিজয়ের মুকুট অর্জন করেছেন। তাইতাে তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। এই গ্রন্থে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে সংশ্লিষ্ট এসব বিষয় নিয়েই আলােচনা করা হয়েছে। এই গ্রন্থের কয়েকটি প্রবন্ধ রচনায় আমি পূর্বে প্রকাশিত বিভিন্ন লেখা, বিশেষ করে গ্রন্থ, পত্রিকার প্রবন্ধ থেকে এবং গুগল সার্চ করে তথ্য সংগ্রহ ও সংযােগ করেছি। কোনাে বিশেষ নাম উল্লেখ না করে আমি বিনীতভাবে এসব লেখার সাথে সংশ্লিষ্ট সকল লেখক, সাহিত্যিক, গবেষক ব্যক্তিত্বদের নিকট আমার বিনীত ঋণ স্বীকার করছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই গ্রন্থটি লেখার পিছনে আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্বের ভূমিকাকে আমি বিশেষভাবে স্মরণ করছি। তিনি আড়াই হাজার বাসীর প্রিয় মানুষ, জনগণ-মননন্দিত রাজনীতিবিদ, মহান জাতীয় সংসদের সম্মানিত সাংসদ, আমার প্রিয় ও স্নেহভাজন জনাব আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি আড়াইহাজার সফর আলী সরকারি কলেজে একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস উপলক্ষে আয়ােজিত একাধিক অনুষ্ঠানে আমাকে অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। গ্রন্থের দুটি মূল প্রবন্ধ ঐ সব অনুষ্ঠানে আমার প্রদানকৃত বক্তৃতারই অংশ। গ্রন্থটি লেখার অনুপ্রেরণাও সেখান থেকেই পেয়েছি।