বইটি মূলত কিছু বাংলাদেশি আমেরিকানের সাক্ষাৎকার নিয়ে সাজানো, যারা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। যারা স্ব স্ব কর্মক্ষেত্রে উজ্জ্বল। সম্ভাবনার দেশ বলতে এখানে “আমেরিকাকে” বুঝানো হয়েছে যেখানে এসে সাক্ষাৎকারের ব্যক্তিরা নিজের প্রতিভা বিকশিত করার সুযোগ পেয়েছেন। “আমেরিকার” অপার সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগিয়ে কেউ হয়ত ভাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ভালো জায়গায় চাকরি করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া এবং নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছেন। বইয়ে পুলিশ, বিজ্ঞানি, গবেষক বিভিন্ন পেশার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে৷ আমার মূল উদ্দেশ্য হচ্ছে, সাক্ষাৎকার এর মাধ্যমে তাদের জীবনকাহিনি, সাফল্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে যেসব তরূণ আছে তাদেরকে আমেরিকার অপার সম্ভাবনা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া এবং উৎসাহ প্রদান করা।