মানুষ কবিতা পড়ে আনন্দ পায়। কবিতা বুকে রেখে, কবিকে ভুলে যায়। কবিও তাই চায়। আমার এই গ্রন্থে আমি আমার বিগত জীবনের কিছু অনুভুতি, ভবিষ্যৎ এর কিছু স্বপ্ন, কিছু চাওয়া, ক্ষোভ, কিছু ভালো মূহুর্তকে কবিতার রুপ দিয়েছি। অনেক পাঠক এর জীবনের সাথে হয়তো অনুভূতি গুলোর মিল পাওয়া যেতে পারে। এটা স্বাভাবিক, আমার কবিতা গুলোতে ভালোবাসার ছোঁয়া আছে, একটি মাছের আকুতি, একটি পিতার স্বপ্ন, একজন ভূমি বিলিন হওয়া মানুষের আবেগ, কিছু সম্পর্কের মানে ইত্যাদি খুঁজে পাওয়া যাবে ।