“ইনফিনিট লুপ” বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ
নিজেকে প্রশ্ন করুন শেষবার কখন উপভােগ করেছেন জ্যোৎস্না, শেষ কখন নিষ্পলক তাকিয়ে ছিলেন সমুদ্রের ঢেউ এর দিকে কিংবা বৃষ্টিতে ভিজেছেন মন খুলে? এ সবগুলাে প্রশ্নের উত্তর জানাতে যদি বেশ খানিকটা সময় নিয়ে আপনার ভাবতে হয় কিংবা উত্তর যদি হয় কখনােই না’ তাহলে বুঝতে হবে আপনি আটকা পড়ে গেছেন চোরাবালিতে, জীবনের চোরাবালি। কর্মব্যস্ততার মাঝে আপনি পারছেন না নিজের জন্য সময় বের করে নিতে। আটকে গেছেন জীবনের ইনফিনিট লুপে!