জীবনের যত প্রতিশব্দ, জীবনের যত বিপরীত শব্দ; তাদের মুখোমুখি দাঁড়িয়ে আমি কখনো লিখেছি নিজেকে, কখনো লিখেছি কবিতা। যখন কবিতা জীবনের থেকে মূখ্য হয়ে ওঠে, হয়ে ওঠে মৃত্যুর থেকেও মূল্যবান। তখন কবিতা গুলোর একটা স্থায়ী ঠিকানার দরকার হয়; ঔষধের প্যাড, সেলফোনের নোট, ফেসবুকের টাইমলাইন থেকে কবিতাগুলো বেরিয়ে আসতে চায়, পেতে চায় রঙিন মলাট…