বাসরঘরের খাট ফুলে ফুলে সাজানো। লাল শাড়ি পরে লম্বা ঘোমটা দেওয়া বউ। বিছানার মাঝখানে। নিচে খাটের কোল ঘেঁষে একটা হ্যারিকেন। আল্প আঁচে জ্বলছে। আবুল বউয়ের কাছে উঠে এসে বলছে, এই শেফালি তুমি শরম পাইতাছো! আইজ থাইক্কা আমি তোমার সোয়ামি । মুখ খোল। সোয়ামির কাছে ইস্তিরীর লইজ্জা কিয়ের? আরো ভালোবাসার অনেক কথা আবুল বলে যাচ্ছে! কোনো উত্তর নেই। তাই সে বলছে, বকবক আমি এলকাই করমু! তুমি কিছু কইবা না বউ? এরপরও শেফালিকে নিশ্চুপ। তাই দেখে আবুল নিচ থেকে হ্যারিকেনটা উঠাল। আলো বড় করে বউয়ের কাছে গিয়ে ঘোমটা সরিয়ে একটা চিৎকার দিলো। যেন বউ না ভূত দেখছে! সাথে সাথে হ্যারিকেনটা হাত থেকে ছিটকে খাটের সাথে লেগে ঝনাৎ শব্দ করে মাটিতে পড়ে গেল। সে বলে উঠল, এ্যা তুমি কানা! তবুও কোনো উত্তর নেই। পরক্ষণেই আবুল বুঝতে পারল। শেফালি শুধু অন্ধই না সে কালোও…