‘ভালো আছি, ভালো থেকো’ প্রথম অংশে মিথ্যে কথা, দ্বিতীয় অংশে অভিশাপ! আমি তোমাকে ভালোবাসতে গিয়ে, আল্লাহকে ঢের ভালোবেসে ফেলি এত নিপুণ করে সৃষ্টি করল ভেবে সিজদায় কপাল ডলি। চেহারার চেয়ে চরিত্র আমার করে দাও উন্নতি তোমার সতর্ক বার্তায় মনে জাগে যেন ভীতি। সবচেয়ে বড়ো দুঃসাহসিক ব্যাপার হলো যখন তুমি আযান শুনে পাশ কাটিয়ে চলো!