রাত জাগা যত নির্ঘুম নিরবতা কান পেতে শুনি শুধু তোমার কথা, ছেঁড়া গল্পের মতো অসমাপ্ত রয়ে যায় খুঁজে পায় পূর্ণতা কেবল সন্ধ্যা তারায়। তুমি কি চাও সে গল্পটা শুনতে পড়ন্ত বিকালে যার উপসংহারে আবার দেখা মিলবে। স্বপ্নরা আজ বড্ড অগোছালো প্রশ্ন একটাই, কবে তুমি আসবে বলো, কখন এসে একটুখানি ছুঁয়ে দিবে হাত মেঘের মতো সজল চোখে আমি কান্না বেঁধে রাখি। শুনতে কি পাও ঐ সুদূরে ভেসে আসা মেঘের গান, যার সুরে বেদনার রঙে তোমায় করছি আহবান।