শব্দের ব্যবচ্ছেদে কবিতা হয়। মনের ব্যবচ্ছেদে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক-প্রেম। কবিতা জীবনের কথা বলে। কবিতা প্রেমের কথা বলে। কবিতা দ্রোহের কথা বলে। কবিতা হৃদয়ের আবেগ অক্ষরে প্রকাশ করে। কারো অনুচ্চারিত অব্যক্ত হৃদয়ানুভূতি কবি তার কবিতায় জানিয়ে দেয় অবলীলায়। তাইতো কবিতা পাঠকের অনুভূতিকে নাড়িয়ে দেয়, চিত্তাকর্ষণ করে। কবিই পারেন শুধু সবার না বলা কথাগুলো ছন্দ-লয়ে কবিতার শব্দে প্রকাশ করতে । যান্ত্রিকতার যুগে কবিতা এখনো পাঠক হৃদয়কে নাড়া দেয় এটিই আশার কথা। ‘উপহার’ কবিতাপ্রেমীদের মনে কাব্যরসের ঢেউ তুলবে বিশ্বাস করি। পাঠকের ভালো লাগলে লেখকের কাব্যকল্পনালব্ধ শ্রম সার্থক হবে। পাঠক ও শুভানুধ্যায়ী সকলকেই হৃদয় নিংড়ানো ভালোবাসা। প্রকাশক