গ্রন্থটি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত সাহিত্যের শিল্প-কৌশল ও চিত্রকল্পের নানান ছন্দ উপমা অলংকরণ পুষ্ট। এতে অসাধারণ কাব্যিক ভাষাশৈলীসহ মানবিক ও প্রাকৃতিক নির্মোহ নান্দনিক ব্যঞ্জনা ফুটে ওঠেছে। জীবন-সৃষ্টি, বিকাশ, এবং বিচিত্র বৈচিত্রে প্রবাহমান স্রোতের একগুচ্ছ কাব্য আলেখ্য। নিংড়ানো হৃদয়ের স্পর্শকাতর বিষয় সমৃদ্ধ এক ব্যতিক্রম সৃষ্টি, যা পাঠকের হৃদয়ের কাব্যরস রোমন্থনে হৃষ্ট হবেন বলে আশা রাখি। সর্বোপরি চলমান কাব্যধারায় এই গ্রন্থটি ব্যতিক্রম প্রয়াস। যে-কোনো পাঠক নির্দ্ধিধায় স্বীকার করবেন যে উপহার কাব্যগ্রন্থটি আধুনিক বিশেষকলায় রচিত পাঠক প্রিয় একটি স্বার্থক কাব্যগ্রন্থ। প্রকাশক