যখন মন ভাল থাকে শব্দ করে চা খেতে খুব ভাল লাগে।আরও বেশি লম্বা শব্দ করে শেষ চুমুকটুকু দেয় ফিরোজ।চায়ের কাপে।চা শেষ।কাপটা ফেরত পাঠিয়ে দেয় দোকানের ছেলেটাকে ডেকে।ফিরোজের ডাক শুনে দৌড়ে আসে কেরামত।ফিরোজের অনেক কদর এখানে।ফিরোজ অনেক টাকাওয়ালা তাই।সব দোকানিরা জেনে গেছে সে কথা।ফিরোজের ডাকের আগে আগে থাকতে চায় সবাই।চাওয়া মাত্রই যেকোনো কিছু নিয়ে হাজির- যে আগে শুনে। কাপ ফেরত নিয়ে যায় কেরামত।সাথে সাথে বিল পরিশোধ করে দেয় ফিরোজ।হাসি মুখে বিদায় হয় কেরামত।যাওয়ার আগে ফিরোজকে বলে যায়- যেকোনো দরকারে এই কেরামতকে ডাক দিবেন মামা।আমি হইছি নেত্রকোনার পোলা।সবকিছু আমার আগে থেকে জানা।থাকব আমি আপনার হুকুম আসার অপেক্ষায়। ফেরা-ঘরে ফেরার গল্প! এ গল্পের বাকিটা জানতে হলে পড়তে হবে বইটি!