স্বাধীনতা আমার স্বাধীনতা আমার, সবুজ ধানের দীপ্ত খামার; মনের গভীরে, তীব্র ঝাঁকুনি, প্রতিবাদী ভাষা, কোটি কোটি প্রাণের তপ্ত ভরসা, অবাধ মনের দৃপ্ত শকতি, উড়ন্ত এক ঘুড়ির প্রতীতি; জনমের অধিকার, স্বাধীনতা আমার। স্বাধীনতা আমার, মহাকাব্যের প্রহরে রচিত, মাল্য কথার; রক্তের আকরে লিখা এক বেদনার ইতিহাস, চিন্তামুক্ত ক্রীতদাস, অবাধ কথার সরব যুকতি, মুক্ত প্রাণের প্রণত ভকতি; যুদ্ধের হাতিয়ার, স্বাধীনতা আমার। স্বাধীনতা আমার, বাক্য বাঁধুনি অমেয় ভাষার; কণ্ঠ আকুল, শ্লোগান নিনাদ, গণহত্যার তীব্র প্রতিবাদ, কবিতায় আঁকা পতাকা মুকতি, কাব্য রচনার অধীর পংতি; লিখনির স্বাধিকার, স্বাধীনতা আমার। স্বাধীনতা আমার, সময়ের কথা যুদ্ধে যাবার; প্রতিবাদ আর প্রতিরোধের সেই দৃপ্ত ঘোষণা, অধিক জলে মুক্ত বসনা লক্ষ প্রাণের আকুল আরতি, শহিদ প্রাণের ত্যাজ্য মূরতি; জীবনের মতিহার, স্বাধীনতা আমার। sস্বাধীনতা আমার, মাটির গালিচা সেজদা দেবার; স্রষ্টা প্রেমের অগাধ ভকতি ঢেলে দেয়া জল, মহাসাগরের অবাধ তরংগ, দিগন্ত মেলায় আলোর জংগ ঈশ্বরের দান, আদ্যোপহার, স্বাধীনতা আমার ।।