‘জল্লাদ সময়ের দিনলিপি’ এক উত্তাল সময়ে দিগ্বিদিক হন্য হয়ে ঘুরতে থাকা পথিকের আত্মবিলাপ। পথে পথে ঘুরতে ঘুরতে, জনস্রোতে মিশতে মিশতে, মানুষের অবিরাম ছুটে চলা দেখতে দেখতে নিজের সাথেই নিজের যে আত্মকথন, তা-ই ক্ষণে ক্ষণে উঠে এসেছে এই বইটিতে। যার পাতায় পাতায় কখনো উঠে এসেছে রাষ্ট্র, কখনো সমাজ কিংবা মনের গহীনে লুকিয়ে থাকা একান্ত আত্মোপলব্ধি।