“বাঁশের বন্দুক” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
আমরা কি প্রত্যেকেই এই প্রথম গুলির জন্যে অপেক্ষা করছিলাম। জানি না। তবে এখন মনে হয়, হ্যাঁ। আমি তখন খুবই ছােট। যুদ্ধের নয় মাস আমাকে অনেক বড় করে দিয়েছে। প্রথম শ্রেণিতে যাবার বয়স তখন। যদিও শত্রুরা এই প্রথম গুলির মধ্য দিয়ে এই এলাকার এই ভারত বাংলাদেশ সীমান্তের তিন কোণা অঞ্চলে যুদ্ধ উদ্বোধন করেছে, এখানে যুদ্ধ শুরু হয়েছিল দুই-তিন দিন আগেই। কাকড়ি নদীর ওপর মিঞাবাজার ব্রিজ মুক্তিসংগ্রামীরা উড়িয়ে দিয়েছিলেন। আমাদের গ্রাম ছিল মুক্তিযুদ্ধের ফ্রন্টলাইন।