মানব মনের অন্ধ কুঠুরিতে বােধের কুঠারাঘাতে শাণিত করতে সাহিত্যাকাশে বিচরণ করছে। শত-শহস্র তারার মেলা। সাহিত্যকে ঋদ্ধ করে চলা তারাদের হাতছানিতে ইতিহাস মানুষকে যেমন ভাবায় তেমনি তাড়িত করে; ইতিহাসের তাড়িত ভাবনার সেই আলােকিত আহ্বানে শেলী সেনগুপ্তা ছুঁটে চলেছেন নিরন্তর। বর্তমান সময়ের যে ক’জন গল্পকারের লেখায় আমরা বাঙালি জাতীয়তাবােধের পরশ খুঁজে পাই, তাদেরই অনন্য একজন আলােকিত সাহিত্যযােদ্ধা শেলী সেনগুপ্তা। তাই তাে তার লেখনীর পরতে পরতে আমরা খুঁজে পাই-ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ, বাঙালি জাতি রাষ্ট্রের স্রষ্টা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতির পূর্ণচ্ছটা। প্রজন্মের প্রত্যাশা পূরণে সঠিক ইতিহাস সম্বলিত সাহিত্য চর্চায় তিনি নিজেকে রেখেছেন অবিচল |