মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, তার আসলে কোনো সীমা নেই। মানুষ কতটা বোঝা বইতে পারে, তারও কোনো সীমা নেই। কাউকে কখনো যদি বলা হয়, সে কতো দূর যেতে পারবে, সে নিজের পছন্দসই যেকোন একটা দূরত্ব বলে দেবে সত্যি, কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রয়োজন হলে সে মাটিতে মুখ ঘষে ঘষে বহু কষ্টে বহু দূর পর্যন্ত যেতে পারে, শেষ নিঃশ্বাস বেরিয়ে যাওয়া পর্যন্ত তার চলা থামে না। এমনই জীবনের গল্প সর্পিল। হেরে না যাবার গল্প সর্পিল।