নব্বইয়ের দশকে ‘দহন’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছিল ‘অয়নের জবানবন্দী’নামে।মঞ্চ নাটকের তুলনায় এই নাটকে দৃশ্য বেশি এবং কিছু দৃশ্য ছোট।অনেক বছর পর পড়তে গিয়ে মনে হল-নাটকটি মঞ্চ উপযোগী করে সাজানো যেতে পারে।যতদূর সম্ভব সাজিয়ে প্রকাশ করলাম।সময়ে চিহ্ন হিসেবে বানান ও বাক্য গঠন-রীতি অপরিবর্তিত রাখা হল। প্রদীপ দেওয়ানজী