লেখকের অবর্তমানে পাঠকের সাথে কথা বলার মাধ্যম বই। লেখনির মাধ্যমে ইহজাগতিক সমস্ত চিন্তা থেকে পাঠককে এক ভিন্ন জগতের বিরহ, বেদনা, আনন্দ বা সুখের পরিবেশে আবিষ্ট করতে পারাটা লেখকের সার্থকতা। পাঠক যদি কিছুক্ষণ ইহজগৎ ভুলে কাল্পনিক দুনিয়ায় কিছুটা শান্তি পান তাতে আর ক্ষতি কী। কাল্পনিক চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, প্রকৃতি আর তার মাঝে কিছু চরিত্রের আশ্রয়ে গড়া হয়েছে নতুন দুনিয়ার নতুন গল্প। যদি এসব পরিবেশ, নাম, চরিত্র কারো সাথে কাকতালীয়ভাবে মিলে যায় তা নিছক অনিচ্ছাকৃত। এই বইয়ের কোনো কাহিনি বা চরিত্রকে নিজের সাথে মিলিয়ে ফেললে লেখক দায়ী নন।।