এখন থেকে ছয়শ বছর আগের মহানায়ক নূর কুতুবুল আলমকে সামনে রেখে বিশিষ্ট সাংবাদিক হারুন ইবনে শাহাদাত উপন্যাসের আধারে মধ্যযুগের একটি ক্রান্তিকালের সমাজচিত্র স্বচ্ছ—সংযত—সরল ভাষায় পাঠকের সামনে হাজির করেছেন। এ কাজ ইতিহাস—ঐতিহ্য চেতনায় লেখকের অনুরাগ ও পরিশ্রমের স্বাক্ষর। পাঠক এতে উপন্যাসের স্বাদ নেয়ার সাথে সাথে বাঙলার বিশেষ সময়ের এক মহানায়কের সংগ্রামের সাথে নিজেকে লীন করার সুযোগ পাবেন। ইতিহাসের নানা বাঁকে জাতীয় নানা বিপদে—দুর্যোগে কারা ছিলেন এ জনপদবাসীর সামাজিক—সাংস্কৃতিক সীমানার প্রকৃত পাহারাদার, তা বুঝতেও এ ধরনের উপন্যাস সহায়ক। বাঙলার নবাবি আমলের শেষ দিকে আলীবর্দী খান ও সিরাজউদ্দৌলার সময় আমরা কোনো নতুন নূর কুতুবুল আলম—এর দেখা পাই না বলেই দেশ চলে যায় ইংরেজের হাতে। হারুন ইবনে শাহাদাতের এই উপন্যাস আমাদেরকে শুধু অতীত সম্পর্কে জানায় না। বর্তমান ও ভবিষ্যত সম্পর্কেও ভাবায়। তার এই প্রয়াসকে পাঠক সমাদর করবেন বলে আমি বিশ্বাস করি।