বাংলাদেশ ভাষার দেশ, গানের দেশ। স্বাধীন এই দেশে যেমন আছে ভাষার বৈচিত্র্য তেমনই আছে বর্ণমালার ইতিহাস। এক ভাষায় দুই লিপির প্রচলন, কেবল বাংলার মানুষের মনীষা কিংবা ভাষাপ্রেমের পরিচয় বহন করে না বরং এই জাতির সৃষ্টিশীলতার এক অনন্য দৃষ্টান্ত। এই উজ্জীবনীতে বাংলার জমিন রাঙা হয়ে ওঠে ভাষাযোদ্ধাদের আত্মত্যাগে। বর্ণমালার চেতনাবৈভবের পথ ধরেই ভাষাভূমিতে পরিণত হয়েছে আমাদের জন্মভ‚মি বাংলাদেশ। সিলেটি নাগরীলিপিতে রচিত সাহিত্যভাÐার বিশাল। অথচ নাগরীসাহিত্যজনদের অপরিচিতি কম বেদনার নয়। এ-গ্রন্থটি নাগরীলিপি সাহিত্যের স্রষ্টাদের জীবন ও তাঁদের সৃজনকর্মের পরিচয় তুলে ধরার একটি প্রয়াসমাত্র। সিলেটি নাগরীলিপি বঙ্গের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৫০০ বছর আগে চালু হয়ে অর্ধশতাব্দী আগে বিলোপের কবলে পড়ে। বাংলাসাহিত্যের মূলধারার সাথে নাগরীলিপির ছিল দূরতম সম্পর্ক। এই গ্রন্থ সে দূরত্বের ব্যবধান কমাবে, এটা বলাই যায়। বাংলাদেশ ভাষার দেশ, গানের দেশ। স্বাধীন এই দেশে যেমন আছে ভাষার বৈচিত্র্য তেমনই আছে বর্ণমালার ইতিহাস। এক ভাষায় দুই লিপির প্রচলন, কেবল বাংলার মানুষের মনীষা কিংবা ভাষাপ্রেমের পরিচয় বহন করে না বরং এই জাতির সৃষ্টিশীলতার এক অনন্য দৃষ্টান্ত। এই উজ্জীবনীতে বাংলার জমিন রাঙা হয়ে ওঠে ভাষাযোদ্ধাদের আত্মত্যাগে। বর্ণমালার চেতনাবৈভবের পথ ধরেই ভাষাভূমিতে পরিণত হয়েছে আমাদের জন্মভ‚মি বাংলাদেশ। সিলেটি নাগরীলিপিতে রচিত সাহিত্যভাÐার বিশাল। অথচ নাগরীসাহিত্যজনদের অপরিচিতি কম বেদনার নয়। এ-গ্রন্থটি নাগরীলিপি সাহিত্যের স্রষ্টাদের জীবন ও তাঁদের সৃজনকর্মের পরিচয় তুলে ধরার একটি প্রয়াসমাত্র। সিলেটি নাগরীলিপি বঙ্গের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৫০০ বছর আগে চালু হয়ে অর্ধশতাব্দী আগে বিলোপের কবলে পড়ে। বাংলাসাহিত্যের মূলধারার সাথে নাগরীলিপির ছিল দূরতম সম্পর্ক। এই গ্রন্থ সে দূরত্বের ব্যবধান কমাবে, এটা বলাই যায়।