ঐতিহ্যবাহী চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ এছহাক (রহ) এর ২৭ খানা কিতাবের অন্যতম হল ২৯ পারার তাফসীর । তিনি সাধারণ পাঠকের জন্য কুরআনের ২৯ তম পারার সূরা মূলক, কলম, হাক্কাহ, মাআরিজ, নুহ, জীন, মুজ্জাম্মিল, মুদ্দাচ্ছির, কিয়ামাহ, দাহর, মুরসালাত সূরার ( সংক্ষিপ্ত) ফসীর মূলক অনুবাদ করেছেন।