এ বইটি দুআর জন্য অন্যতম একটি বই। বইটিতে পবিত্র কুরআনের থেকে ৮০ টি এবং হাদীস থেকে ২২৩ টি দুআ সংকলন করা হয়েছে।দুআর প্রয়োজনীয়তা ও গুরুত্ব, কারো অনুপস্থিতে তার জন্য দুআ করার ফযীলত, দুআ কবুলের উত্তম সময়, দুআ কবুলের স্হান, যাদের দুআ বেশী কবুল হয়, আল কুরআন থেকে ৮০ টি এবং আল হাদীস থেকে ২২৩টি দুআ সংকলন করে বইটি সাজানো হয়েছে।