কুরআনুল কারীম ও হাদীসের প্রদত্ত অজীফাই আসল অজীফা। এই অজীফাহ গুলোর মধ্য থেকে আবার ফরজ, ওয়াজিব, ও সুন্নতে মুয়াক্কাদাহ পালন করা এবং হারাম ও মাকরূহ তাহরীম বর্জন করা সব চেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় অজীফাহ, যা ব্যতীত তাকওয়াহ ও পরহেযগারীর কল্পনাও করা যায় না।এরপর কিছু নফল ইবাদত রয়েছে, যার দ্বারা আমলী ময়দানে খুব অগ্রসর ও পরহেযগারীর কামালিয়াতে পৌঁছা সম্ভব নয়। তাই অজীফার সুন্নত তারতিব হলো , অজীফা, আমল ও সবক। এটা আবার এভাবে কুরআন তেলাওয়াত, দোয়া ও জিকির, নফল নামাজ, নফল রোযা, নফল দান ছদকাহ, আল্লাহর রাসূল (স) এর প্রতি দরুদ ও সালাম পাঠ, বিশেষ বিশেষ কিছু আমল ও মুনাজাত। ফযীলত পূর্ণ সূরা ও আয়াত, দরুদ ও সালাম, প্রসিদ্ধ ৩৩ আয়াত, রোগ শোক ও বিভিন্ন সমস্যার জন্য কুরআনের আমল, মাকসুদ হাসিল ও রিযিক বৃদ্ধির আমল ইত্যাদি।