ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক সুন্নাহ সম্পর্কিত ১১৩ টি পর্বে ৫০০ হাদীস যা আল্লাহর রাসূল (স) বলেছেন ও হযরত আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হয়েছে।বিশেষ ভাবে হিফজুল হাদীস প্রতিযোগিতামূলকের উপযোগী করে সহীহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ থেকে সংকলন করা।