আমার এই বই মূলত মুখে মুখেই রচিত। এ বইয়ের বিষয়বস্তু কত দূর বিস্তৃত হবে এবং এর কাঠামো কীরূপ হবে সেটা স্থির করে নেবার পর আমি আমার কয়েকজন বন্ধুকে নিয়ে বইয়ের পরিচ্ছেদ ও বিভিন্ন প্রসঙ্গের উপর আলোচনা করি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি দেশ ও জাতির সেবায় উৎসর্গ করেছি।