সহীহ বুখারী’র প্রয়োজনীয় ব্যাখ্যা-বিশ্লেষণ সমৃদ্ধ ব্যাখ্যাগ্রন্থ প্রকাশের উদ্যোগ সে ধারাবাহিকতারই একটি অংশ। বলা বাহুল্য, আমাদের ‘সহীহ বুখারীর বাংলা ব্যাখ্যাগ্রন্থ প্রণয়নের জন্য উর্দু ভাষায় রচিত বুখারী শরীফের নন্দিত ব্যাখ্যাগ্রন্থ নাসরুল বারীকে অনুবাদের জন্য নির্বাচন করা হয়। এ অনূদিত গ্রন্থটি বাংলাভাষী পাঠকবৃন্দের অসামান্য উপকার করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এই বইয়ে অধ্যায় হলো (সালাতের বাকী অংশ, সালাতের ওয়াক্তসমূহ, আজান)