মুসলিম উম্মাহর জন্য মহান দিশারী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রা) যে কত বড় বলিষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন তা লেখনীর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না।রাসূল (স) বলেছেন, আমার পরে যদি নবী হত, তবে তা হতেন ওমর। আরো বলেছেন, যেদিক ওমর যায় সেদিক থেকে শয়তান পালায়, যেদিক ওমর যায় সেদিক হতে বাতিল পালায়। ইসলাম গ্রহণের পূর্বে এই ওমরই তরবারি নিয়ে রাসূল (স) কে মারতে বের হয়ে উল্টো ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। রাসূল (স) হযরত ওমর ও আবু জাহেলকে ইসলামের জন্য আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ তায়ালা হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করেন। হযরত ওমরের (রা) ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়া শুরু হয়। হযরত ওমর (রা) ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই তার জীবনী পাঠ করা প্রতেকের জন্য বিশেষ জরুরী।