ইসলামে গজলের গুরুত্ব অপরিসীম। ইসলামি গজল হামদ, নাত ও সংগীত এর চর্চা যতই বেশি হবে ততই মানুষ ইসলামের প্রতি ঝুকবে। আলোচ্য বইটিতে বিশেষ করে শিশু নবীর গজল, বিল্লালের আশেক, চরমোনাই মরহুম পীর সাহেবের ইন্তেকাল স্মরণে, নবী মোর পরশ মণি, মনে বড় আশা ছিল যাব মদিনায়, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, হুলিয়ানামা ও হরিণীর বাণীসহ মোট অতি প্রসিদ্ধ ২৫ টি ইসলামিক গজলের সমন্বয়ে বইটি রচিত।